কম্পিউটার প্রশিক্ষণ

Our Creative Blog
girl-with-camera

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত গভঃ রেজিঃ নং-S-8026(47)/08, WITF কর্তৃক পরিচালিত কম্পিউটার ট্রেনিং সেন্টার, সেন্টার কোড-৪৯০। ========================================================= প্রিয় শিক্ষার্থী, বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। তাই প্রাতিষ্ঠানিক শিক্ষার অবসরে আপনাকে তথ্য প্রযুক্তিতে একজন দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে কম্পিউটার জানা একান্ত আবশ্যক। সুতারাং আপনাকে কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে একজন দক্ষ ও আত্মনির্ভরশীল সু-নাগরিক হিসেবে গড় তুলতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত WITF কর্তৃক পরিচালিত এল কম্পিউটার পয়েন্ট সদা প্রস্তুত। সিদ্ধান্ত আপনার দায়িত্ব আমাদের। আমাদের কোর্স সমূহঃ =============== # ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম-০১ মাস। # স্প্রেডশীট এ্যানালাইসিস প্রোগ্রাম-০১ মাস। # ০২ (দুই) মাস ব্যাপী অফিস এ্যাপ্লিকেশনা কোর্স। # ০৩ (তিন) মাস ব্যাপী সাটিফিকেট ইন কম্পিউটার সায়েন্স এন্ড এ্যাপ্লিকেশন কোর্স। # ইন্টারনেট ও ই-মেইল শর্ট কোর্স। # ডাটা এন্ট্রি ও ডাটা রিলেশনশীপ শর্ট কোর্স। # বাংলা ও ইংরেজী টাইপিং অনুশীলন কোর্স। # অনলাইন ও অফলাইন প্রজেক্ট ওয়ার্ক কোর্স। # গ্রাফিক্স ডিজাইন কোর্স।

Others Blogs